নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- ফের জলের তলায় চলে গেল কোচবিহার শহরের বিস্তীর্ণ এলাকা | শুক্রবার রাতের বৃষ্টি ও শনিবারের বৃষ্টির জেরে জল জমতে শুরু করে রাজার শহর কোচবিহারে | নদীর জল বাড়তে শুরু করায় আতঙ্কিত তোর্সা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা | যার জেরে আরএনএন রোড, পুরাতন পোস্ট অফিস পাড়া, কলাবাগান সহ বিভিন্ন এলাকায় জল জমে যায় | এমনকী হরিশপাল চৌপথি, বাজার সংলগ্ন এলাকা, কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় জল বইতে থাকে | মারাত্মক ভোগান্তি হয় বাসিন্দাদের | অনেকেই প্রয়োজনে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়ে যান | এদিকে কোচবিহার শহরের বাসিন্দাদের অভিযোগ, বর্ষার মুখে এবার নিকাশি সমস্যার উন্নতির ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি| তার ফল ভুগতে হচ্ছে বাসিন্দাদের | একাধিক জায়গায় ড্রেনগুলি ভরাট হয়ে গিয়েছে| এর জেরে জল নামতে পারছে না | একাধিক ওয়ার্ডের নীচু জায়গায় বাড়িতেও জল ঢুকে যায় | এর জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তবে বাসিন্দাদের দাবি, প্রতিবারই বৃষ্টি হলে কোচবিহার শহরে জল জমে | কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গিয়েছে | মূলত নিকাশির সমস্যাকেই এজন্য দায়ী করছেন শহরবাসী | কোচবিহারের পাশাপাশি দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডেও এদিন জল জমে যায় | তবে দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ এদিন জল বের করার ব্যাপারে তদ্বির করেন|