দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতায় করোনার টিকাকরণ নিয়ে উদ্বেগের কথা শোনালেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম | সঙ্গে পরিস্থিতির দায় ঠেললেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে | এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ আসার আগে কলকাতার সমস্ত মানুষকে টিকা দেওয়া সম্ভব নয় | এর কারণ কেন্দ্রীয় সরকার আমাদের পর্যাপ্ত টিকা দিচ্ছে না | তাই পুরসভার প্রতিদিন ১ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা থাকলেও দেওয়া যাচ্ছে মোটে ২৫ হাজার |’ ফিরহাদ আরও জানান, কলকাতার ৭০ শতাংশ মানুষকে এখনো পর্যন্ত টিকা দেওয়া গিয়েছে | ফিরহাদের দাবি, কেন্দ্রীয় সরকারের টিকানীতির জন্যই কলকাতায় টিকাকরণ এগোচ্ছে স্লথ গতিতে | তবে তার মধ্যেও যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব টিকাকরণের চেষ্টা করছেন তাঁরা| তিনি বলেন, বস্তি এলাকাতেও টিকাকরণের কাজ জোর কদমে চলছে | সেখানে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ চলছে | কেন্দ্রের ভ্যাকসিনের বঞ্চনা নিয়ে আগেই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি একাধিকবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘অন্য রাজ্যে আরও বেশি বেশি ভ্যাকসিন পাঠাচ্ছে কিন্তু আমরা ব্রাত্য | অন্য রাজ্যকে দিক কিন্তু আমাদেরও দিতে হবে | বারবার চিঠি লিখি কিন্তু কোনও উত্তর পাইনা। তবে আমি উত্তর না পেলেও চিঠি লিখেই যাবো |’ ভ্যাকসিনের ঘাটতির জন্য পশ্চিমবঙ্গে বেশকিছুদিন ১৮ উর্দ্ধদের টিকা দেওয়া বন্ধ ছিল | শুধুমাত্র ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল | কিন্তু এখন সেই কর্মসূচী শুরু হলেও পর্যাপ্ত টিকার অভাবে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন |