নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পরীক্ষা কমল সঙ্গে রাজ্যে ফের কমল করোনার দৈনিক সংক্রমণ | তবে রবিবার সামান্য বাড়ল দৈনিক মৃত্যু | দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ফের ঊর্ধ্বমুখী মৃত্যু সংখ্যা | শনিবার রাজ্যের দেওয়া তথ্যে নিশ্চিত করা হয়েছিল ৮ জনের মৃত্যু | কিন্তু রবিবার ফের একবার সংখ্যাটা ১০ পেরিয়ে গেল| স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে | নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮০১ জন | এদিন কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়েছে| সেখানে আক্রান্ত হয়েছেন ৯২ জন | পূর্ব মেদিনীপুরে ৭৫, দার্জিলিংয়ে ৭৪ জনের দেহে সংক্রমণ মিলেছে | যার ফলে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১৫.১৮ লক্ষ | উত্তর ২৪ পরগণা , হুগলি ও পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ২ জন করে রোগীর | রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,৯৯৯ | এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ১,০১২ জন| যার ফলে ২২২টি অ্যাক্টিভ কেস কমেছে | অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,১১১ | রাজ্যে এদিন ৫১,৩১৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে | সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৫ শতাংশ | সংক্রমণের হার ১.৫৬ শতাংশ।গতকাল কলকাতায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে এদিন ফের এক জনের মৃত্যু হল শহরে | গতকাল হাওড়াতেও কোনও মৃত্যুর খবর ছিল না, এদিন ওই জেলাতেও একজনের মৃত্যু হয় | উত্তর ২৪ পরগণা, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে এদিন দু’জন করে প্রাণ হারিয়েছেন করোনায় | দক্ষিণ ২৪ পরগণা, জলপাইগুড়ি ও দার্জিলিংয়েও এদিন একজন করে মৃত্যু হয়েছে |