অভিষেক সাহা, মালদহ :-একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির ঘরে ভাঙন শুরু হয়ে যায় | রোজই এখন দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে শয়ে শয়ে কর্মী-সমর্থক থেকে নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন | আর তাতে জেলায় জেলায় সংগঠন দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা | এবার বিজেপি ও কংগ্রেস ছেড়ে প্রায় দুই শতাধিক বিজেপি ও কংগ্রেসের কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন | রবিবার সন্ধ্যায় মালদহের চাঁচল বিধানসভার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর সংসদে বিজেপি ও কংগ্রেস ছেড়ে প্রায় দুশো র বেশি মহিলা ও পুরুষ কর্মী তৃণমূলে যোগদান করেছেন,এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে |নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ | তৃণমূল সূত্রে জানা গেছে,চাঁচল-১ নং ব্লকের শ্রীরামপুর সংসদটি দীর্ঘদিন ধরে কংগ্রেসের দখলে ছিল | মাস খানেক আগে ওই সংসদের মেম্বারও যোগদেন তৃণমূলে| তারপরেই বাজিমাৎ,রবিবার গোটা গ্রাম নাম লেখালো শাসক শিবিরে, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে |গেলো বিধানসভা নির্বাচনে চাঁচল বিধানসভায় বিপুল ভোটে জয়ী হই তৃণমূল কংগ্রেস | কংগ্রেসের শক্ত ঘাঁটিতে অবশেষে এবার ফুটেছে ঘাসফুল | চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান,তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে এই যোগদানের হিড়িক | এলাকায় দীর্ঘদিন ধরে কোন উন্নয়নের প্রলেপ পড়ছিল না| রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই বেহাল অবস্থায় পড়ে রয়েছিল| তৃণমূল কংগ্রেস চাঁচল পঞ্চায়েতে বোর্ড গঠন করার পর একাধিক কাজ হয়েছে | এখানকার মানুষ চায় আরোও উন্নয়ন তাই তারা স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো | দু’শোর বেশি মহিলা ও পুরুষ তৃণমূলে যোগদান করেন| তাদেরকে আমরা দলে স্বাগত জানাচ্ছি |
তৃণমূলে যোগদানকারী এক মহিলা পাঞ্চালি রায় দাস জানান,রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্পের আমরা সুবিধা পেয়েছি,এছাড়াও মহিলাদের জন্য নানান প্রকল্পের সূচনা করেছেন তৃণমূল সরকার তাই আমরা স্বইচ্ছায় তৃণমূলে যোগদান করলাম | চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আজমেরী খাতুন উদ্যোগে ওই যোগদান সভায় উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সচিদানন্দ চক্রবর্তী,তৃণমূল নেতা মোক্তার হোসেন,পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা |