দেবাশীষ পাল, মালদহ :- এ এক মর্মান্তিক ঘটনা | সালিশিতে বিয়ের নিদান | শুধু তাই নয় জোরপূর্বক প্রেমিক প্রেমিকাকে বিয়ে দেওয়ার অভিযোগ সালিশির মাতব্বরদের বিরুদ্ধে | আর তাতে ঘটল বিপত্তি। গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন প্রেমিক | ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক গ্রামপঞ্চায়েতের মনকুট বাঁধ এলাকায়| জানা গেছে,২০বছরের যুবক মানিক মন্ডল গ্রামের এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর সাথে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন | গতকাল গ্রামের এক বাগানে অন্তরঙ্গ অবস্থায় গ্রামের একদল মাতব্বর তাদের দেখে ফেলে বলে অভিযোগ |
এরপর গ্রামের মাতব্বরের সালিশিতে বসেন ওই যুগলদের নিয়ে | জোরপূর্বক স্থানীয় এক মন্দিরে তাদের বিয়েও দিয়ে দেন তাঁরা | এরপর মানিক মণ্ডলের বাড়িতে এই যুগলদের নিয়ে আসা হয় | মানিক মণ্ডলের মা এমন ঘটনার আপত্তি জানান | কিন্তু কোন কথার কর্ণপাত করেন নি গ্রামের মাতব্বরেরা বলে অভিযোগ | মানিক মণ্ডলের মা শ্যামলী মন্ডলের বক্তব্য ছিল মানিকের বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে | এই সম্পর্কে তাদের আপত্তি রয়েছে |
তা সত্বেও পরিবারকে এই সিদ্ধান্ত মানতে বাধ্য করা হয় | তা নিয়ে মানিকের সাথে তাঁর বচসাও হয় | আজ সকালেও মায়ের সাথে মানিকের কথা কাটাকাটি হয় বলে জানা গেছে | এরপর অভিমানে আত্মঘাতী হন মানিক | জানা গেছে মানিকচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য আশিষ মণ্ডলের নেতৃত্বে এই সালিশি সভা করা হয় | পুলিশ মৃত মানিক মণ্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে | এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ | ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া | তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ |