নিজস্ব সংবাদদাতা :- আবার বদল করা হলো চিটফান্ডের তদন্তে থাকা পুলিশ সুপারকে | চিটফান্ড তদন্তে ফের পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই | বদলি করে দেওয়া হল চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত সিবিআইয়ের এসপি শান্তনু করকে | কলকাতা থেকে বেঙ্গালুরু বদলি করা হল তাঁকে | এই নিয়ে সিবিআই দফতরের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে | অন্যদিকে নতুন এক আইপিএস অফিসারকে ওই জায়গায় পাঠানো হচ্ছে দিল্লির তরফে | ২০১৪ সাল থেকে চিটফান্ড কান্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই | এর মধ্যে সারদা তো আছেই পাশাপাশি, প্রয়াগ, আইকোর, এমপিএস-এর মতো চিটফান্ড গুলোর তদন্ত দ্রুত শেষ করতে চাইছে সিবিআই | এই সমস্ত তদন্তের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত শান্তনু কর | জানা গিয়েছে, কলকাতা থেকে বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে এসপি শান্তনু করকে | কলকাতার সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন তিনি | এবার তাঁর জায়গায় দিল্লি থেকে নতুন আইপিএস অফিসারকে কলকাতায় পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | কিন্তু কেন তাঁকে বদলি করা হলো? সূত্রের খবর, বহু চিটফান্ড তদন্তে তিনি গতি দিতে পারছিলেন না | তাঁর উপর চাপ তৈরি হচ্ছিল | দ্রুত চিটফান্ডে জড়িতদের গ্রেফতারের ব্যবস্থা করতে নির্দেশ ছিল| কিন্তু জাল গোটাতে দেরি হচ্ছি| তাই তাঁকে সরিয়ে দেওয়া হল | কলকাতার সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন শান্তনু কর | একাধিক চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি | তবে এবার তাঁকে বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে | হঠাৎ এই বদলি নিয়ে সিজিও কমপ্লেক্সে চর্চা চলছে |