নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- সাতসকালের এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন সকলেই | দৃশ্যের ভয়াবহতায় ওই ব্যক্তিকে প্রথমে চেনাই দায় হয়ে ওঠে | পরে এলাকাবাসী চিনতে পারেন তাকে | এলাকারই এক ব্যবসায়ী ওই ব্যক্তি পথের ধারে পড়ে ক্ষতবিক্ষত এক ব্যক্তির দেহ | মাথার একাংশ ফেটে বেরিয়ে এসেছে ঘিলু | উপড়ে নেওয়া হয়েছে একটি চোখ | ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় | রাস্তা থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম মানিক সাহা, বয়স ৪৭ বছর | জানা গিয়েছে, মানিকবাবু গঙ্গারামপুরেরই ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকার বাসিন্দা | স্থানীয়রা জানান, তিনি ফেনসিডিল ব্যবসায়ী | প্রত্যক্ষদর্শীদের দাবি যেখান থেকে মানিক সাহার দেহ উদ্ধার হয়েছে সেটি জনবহুল এলাকা | রাত ১১টা ১২টা পর্যন্তও মানুষ চলাচল করে ওই রাস্তা দিয়ে | গতকাল রাতেও সেখানে এমন কিছু ছিল না | কিন্তু সকাল হতেই মানিকবাবুকে পড়ে থাকতে দেখেন রাস্তায় | মাথা থ্যাঁতলানো ও বাম চোখ খুবলে নেওয়া হয়েছিল তাঁর| অভিযোগ, মানিকবাবুকে মধ্যরাতেই খুন করা হয়েছে | স্থানীয় মানুষজন খবর দেন পুলিশে | তাঁরাই গিয়ে ওই ব্যবসায়ীর দেহটি উদ্ধার করেছেন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ | তবে পুলিশের প্রাথমিক অনুমান ভারি কোনও বস্তু দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় | এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে | দেহটি এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে এলাকাবাসীরা প্রথমে তাকে চিনতেই পারেননি | মৃতদেহ দেখে শিউরে উঠেছেন পুলিশ কর্তারাও | খুনের মামলা রুজু হয়েছে পুলিশে | ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, ব্যবসায়ীক কারণেই খুন হয়ে থাকতে পারেন ওই ব্যবসায়ী | তবে খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ | অন্যদিকে, মানিকবাবুর মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তার পরিবার| এলাকার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা, গঙ্গারামপুর থানার আইসি প্রদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকরা গোটা ঘটনাটি তদন্ত করে দেখছেন |