দেবাশীষ পাল, মালদহ :- অতিরিক্ত ফি বৃদ্ধির দাবিতে মালদার গৌড় কলেজে অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা| তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন অমান্য করে মোটা টাকা ফি নেওয়া হচ্ছে | ছাত্র-ছাত্রীদের অভিযোগ যেখানে নেওয়ার কথা ৫০০ টাকা সেখানে নেওয়া হচ্ছে ৪০০০ টাকা |
এমনকি এক একটি ডিপার্টমেন্টে একেক রকম ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ছাত্র ছাত্রীদের | যে কলেজে জিমের কোনও ব্যবস্থা নেই, সেই জিমের খরচ দেখিয়ে অতিরিক্ত ১১৪০ টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের | এর জেরেই বৃহস্পতিবার অধ্যক্ষের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা |
এমনকি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ল্যাব,লাইব্রেরি সহ বিভিন্ন ফি, যা অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি বলে অভিযোগ তাঁদের | তাই প্রিন্সিপালের ঘরের সামনে অনির্দিষ্টকালের জন্যে অবস্থান বিক্ষোভ শুরু করেছে ছাত্র-ছাত্রীরা | ছাত্র-ছাত্রীদের দাবি বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন মেনে অযাচিত ফি মুকুব করতে হবে |