Breaking News

এবার পুরসভার ভুয়ো ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে বাজারে হানা,হাতেনাতে পাকড়াও ভবানীপুরে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবারও এক ভুয়ো অফিসারের খোঁজ মিলল শহরে | নিজেকে কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে জগুবাবুর বাজারে হানা দিয়েছিল স্বপন সমাদ্দার নামে ওই প্রতারক | ওই বাজার থেকেই তাকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ | ধৃতের কাছ থেকে পুরসভার জাল স্ট্যাম্প-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ | ধৃতকে আজ আদালতে পেশ করা হতে পারে |স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি এলাকার বিভিন্ন দোকান ঘুরে নিজের বিজ্ঞাপণ করছিল|কলকাতা পুরসভার ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সে | যদি লাইসেন্সের কোনও সমস্যা থাকে, তাহলে সামান্য কিছু টাকার বিনিময়ে সেই সমস্যার সমাধান সে করে| সম্প্রতি এমনটাই স্থানীয় দোকানদারদের বলে বেড়াচ্ছিল সে | বিষয়টি জানানো হয় স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরকে | তারপর থেকেই শুরু হয় নজরদারি | পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ খালসা স্কুলের উল্টো দিকের একটি স্টেশনারি দোকানে আসে স্বপন|তাকে দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা খবর দেন পুরকর্মীদের | এরপর তারা গিয়েই স্বপনকে হাতেনাতে পাকড়াও করে | ভবানীপুর থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে | তার ব্যাগ থেকে কলকাতা পুরসভার রবার স্টাম্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির জাল কাগজ উদ্ধার করেছে পুলিশ | জানা গিয়েছে, প্রতারক স্বপন সমাদ্দারের বাড়ি কালীঘাটে | তার বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *