Breaking News

বাঁকুড়ার নবোদয় বিদ্যালয়ে শিশু পাচারের তদন্তভার নিল সিআইডি!

নিজস্ব সংবাদদাতা :- এবার বাঁকুড়ার স্কুল থেকে শিশু পাচারের ঘটনায় তদন্তভার নিল সিআইডি | সূত্র মারফত জানা গিয়েছে, সিআইডির অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট-এর একটি বিশেষ দল শুক্রবার বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবে | জানা গিয়েছে, পাঁচ সদস্যের ওই দল প্রথমে যাবে বাঁকুড়া থানায়| সেখান থেকে কালাপাথরে জওহর নবোদয় বিদ্যালয়ে যাবে তারা | সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হবে | একই সঙ্গে ঘটনার পুনর্নিমাণও করবেন তাঁরা | শিশু পাচার ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের সিআইডি নিজেদের হেফাজতে নেবে | পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে তাদের | এই ঘটনায় জড়িত সিবিএসসি স্কুলের অধ্যক্ষ কে.কে.রাজোরিয়াকে গ্রেফতার করা হয়েছে | তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বাঁকুড়া থানার পুলিশ | জানা গিয়েছে, একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে ওই অধ্যক্ষের |বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়কে কেন্দ্র করে রমরমা পাচার চক্রের যোগ উঠে এসেছে | এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ | তবে এখনও অবধি জানা যায়নি শিশুদের পাচার করে কোথায় নিয়ে যাওয়া হত | সিআইডি তদন্তে নেমে সেই সব দিক খতিয়ে দেখবে | প্রসঙ্গত, গত রবিবার বাঁকুড়ার কালাপাথর এলাকায় একটি লাল রঙের মারুতি ভ্যান থেকে দুই শিশু কন্যাকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন | সেই সময় ভ্যানের সামনেই দাঁড়িয়েছিলেন জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া | এরপরই তদন্তে পুলিশ জানতে পারে ওই অধ্যক্ষই শিশুদের পাচারের চেষ্টা করছিলেন| তিনি একা নন, তার সঙ্গে জড়িত ছিলেন আরও ৮ জন | সকলকেই অধ্যক্ষের সঙ্গে গ্রেফতার করা হয় | উদ্ধার হয় পাঁচটি শিশু |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *