প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইতিমধ্যেই ট্যুইটে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় | শুক্রবার বিকেল ৪টে নাগাদ রাজভবনে যাবেন বিমান বন্দ্যোপাধ্যায় | যদিও মূলত ধনকড়ের উদ্যোগেই সাক্ষাৎ হতে চলেছে বলে জানা গিয়েছে | কিন্তু আলোচনায় কী কথা উঠে আসতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে | এদিন সকালে রাজ্যপাল জগদীপ ধনখড় ট্যুইটে লেখেন, ‘রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবারে রাজভবনে বিকেল চারটের সময় দেখা করতে আসবেন রাজ্যপালের সঙ্গে | রাজ্যপালের উদ্যোগেই এই সাক্ষাৎ হতে চলেছে |’
অথচ, বিধানসভা অধিবেশন শুরুর আগে থেকেই স্পিকারের সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে এনেছিলেন রাজ্যপাল | তাহলে এখন অধ্যক্ষের সঙ্গে তাঁর কী কথা থাকতে পারে? রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বাজেট অধিবেশন শুরুর আগে স্পিকারকে একটি চিঠি লিখেছিলেন রাজ্যপাল | সেখানে তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যপাল পদের অপমান করেছেন স্পিকার | অধিবেশনের শুরুতে তার ভাষণ সম্প্রচার বন্ধ নিয়েও জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যপাল| এদিনের বৈঠকে সেই বিষয়টি উঠে আসতেই পারে| যদিও সেই সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করেছিলেন, রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন | যেগুলি বাস্তবায়ন হলে রাজ্যের উন্নতিই হবে | মনে করা হচ্ছে পড়ে থাকা বিল দ্রুত বিধানসভায় পাঠানোর জন্য রাজ্যপালকে এদিন আর্জি জানাতে পারেন স্পিকার |