অভিষেক সাহা, মালদহ :- দীর্ঘদিন ধরেই এলাকায় চলছিল জমির দালাল চক্র | এ নিয়ে অভিযোগ উঠলেও তেমন কোনও প্রমাণ মিলছিল না | অবশেষে সেই প্রমাণ পেতেই পুলিশে অভিযোগ দায়ের করেন গ্রাম পঞ্চায়েতের এক সদস্য| তাঁর অভিযোগের ভিত্তিতে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ | এই ঘটনাটি ঘটেছে চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় | ধৃতের নাম সফিকুল ইসলাম (৪২)| বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতেরই দুর্গাপুর গ্রামে | অভিযোগ, দীর্ঘদিন ধরে সে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক সদস্য সরকারি সিলমোহর জাল করে জমির দালাল চক্র চালাত বলে অভিযোগ |
সম্প্রতি সে ওই সিল ব্যবহার করে স্থানীয় একজনকে ভুয়ো ওয়ারিশ সার্টিফিকেট বিক্রি করে | সেই খবর পেয়েই চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আতাউর রহমান | তাঁর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই সফিকুলকে গ্রেফতার করে পুলিশ | পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়| অভিযুক্তকে নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ |