অভিষেক সাহা, মালদহ :-বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ | উচ্চমাধ্যমিকের প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধান শিক্ষকের ঘরে অবস্থান-বিক্ষোভ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের| শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোলের খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুলে | দীর্ঘক্ষন ধরে চলে এই বিক্ষোভ |ছাত্র-ছাত্রীদের নম্বর বৃদ্ধি না হলে পুনরায় অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা |
গতকালই প্রকাশিত হয়েছে ২০২১ বর্ষের উচ্চ মাধ্যমিকের ফলাফল | কিন্তু এই ফলাফলে সন্তুষ্ট নন চাঁচোলের খরবা এগ্রিল হাই স্কুলের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা | তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ইচ্ছে করে তাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় কম নম্বর দিয়েছে | এছাড়াও একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল তাদের জানানো হয়নি বলে অভিযোগ |
গতকাল ফল প্রকাশের পর ওই স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীরা খুবই কম নম্বর পাওয়াই ক্ষুব্ধ হয়ে আজ তারা বিক্ষোভ দেখান| তাদের অভিযোগ তারা এই ফলাফলে অসন্তুষ্ট | যার কারণে আজ বিকেলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলী দপ্তরে অবস্থান বিক্ষোভে বসেন তারা | এদিন দীর্ঘক্ষণ ধরে চলে এই অবস্থান বিক্ষোভ | এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলী কে ধরা হলে তিনি জানান,’মাধ্যমিক ও একাদশ শ্রেণীর নম্বরের ভিত্তিতে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল মূল্যায়ন করা হয়েছে | আমরা স্কুল কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয় | পড়ুয়াদের যদি মনে হয় ওরা নম্বর কম পেয়েছে তাহলে ওরা পুনরায় পরীক্ষা দিক কিংবা রিভিউ করুক |’