নিজস্ব সংবাদদাতা :- কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্রর মা ও বাবাকে সমন পাঠাল সিবিআই| জানা গিয়েছে আগামী বুধবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বিনয়ের বাবা-মাকে | প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুয়াতে বহাল তবিয়তে রয়েছেন বিনয় মিশ্র বলে সূত্রের খবর | সিবিআই-তরফে ভারতে ফেরার শর্ত দেওয়া হলেও আসেননি কয়লা ও গরু পাচারকারীর মাথা বিনয় | এর মাঝেই অস্বস্তি বাড়িয়ে বিনয়ের বাবা-মাকে তলব করেছে সিবিআই | জানা গিয়েছে বিনয় একটি ভুয়ো কোম্পানি খুলেছিলেন যার ডিরেক্টর পদে ছিলেন তাঁর বাবা-মা | তাই সেই কোম্পানি সম্পর্কে জানতে ও গরু ও কয়লা পাচার নিয়ে এই কোম্পানির কোনও যোগাযোগ রয়েছে কিনা তা জানতেই তলব করা হয়েছে বিনয়ের বাবা ও মাকে | তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিনয় মিশ্র-র পলাতকের পর তাঁর বাবা-মাও বাড়ি ছাড়া দীর্ঘদিন |
সিবিআই-এর তরফে বারবার যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি | তাই গতকালই সিবিআই-এর গোয়েন্দারা বিনয় মিশ্রের বাবা-মায়ের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিয়ে চলে এসেছেন বলে জানা গিয়েছে | সেখানেই উল্লেখ করা হয়েছে আগামী বুধবার নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে বেলা ১১ টায় সশরীরে হাজির থাকতে হবে | গরু ও কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত ও মাথা বিনয়ের একাধিক ভুয়ো সংস্থা ছিল | সেই সংস্থার নামেই টাকা হাওয়ালার মাধ্যমে পাচার হত বলে অভিযোগ | কিছু অংশ শাসকদলের নেতাদের কাছেও যেত বলে বারবার অভিযোগ করেছে বিজেপি | আর এই সমস্ত ভুয়ো সংস্থার মূল পদে কিংবা ডিরেক্টর হিসেবে ছিলেন বিনয়ের বাবা ও মা | তাই মিশ্র দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সূত্র খুঁজতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা |