প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হওয়া আটকাতে পারেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | এবার তাই দলত্যাগ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ খারিজ করতে আদালতে মামলা ঠুকল বিজেপি | ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ শেষ করেছে বিজেপির পরিষদীয় দল | আদালতে আবেদনের সঙ্গে পেশ করা হয়েছে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মিডিয়া ফুটেজ, খবরের কাগজের কাটিং, মুকুল রায়ের টুইটারের স্ক্রিনশট এবং সিডি–ভিডিও ফুটেজ | এগুলি জমা দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা | আগামী ৩০ তারিখ বিধানসভায় মুকুল রায়ের নেতৃত্বে পিএসি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল | যেখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপি বিধায়কদের | কিন্তু সূত্রের খবর,বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায় যতদিন রয়েছেন তারা পিএসি কমিটির কোনও বৈঠকে যোগ দেবেন না | তাই আগামী ৩০ তারিখের বৈঠক আগেই বয়কট করেছিলেন, এবার আদালতেও মুকুল রায়ের বিরুদ্ধে গিয়েছে গেরুয়া শিবির | বিজেপি উল্লেখ করেছে, বিধানসভায় রুল বুক-এর ৩০২ ধারা অনুযায়ী, আনুপাতিক হারে পিএসি কমিটির সদস্য নির্বাচিত হয় | এখানে সেই বিধি মানা হয়নি| নিয়ম অনুযায়ী, ১৪:৬ অনুপাতে কমিটির সদস্য নিবার্চন হতে পারে কিন্তু এ ক্ষেত্রে ১৩:৭ করা হয়েছে| তাই অবিলম্বে মুকুল রায়ের চেয়ারম্যান পদ বাতিল করা হোক | এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা | বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসনে দাঁড়িয়ে ভোটে জিতেও এখন তৃণমূলে মুকুল রায় | তাই তাঁর বিধায়ক পদ অবিলম্বে খারিজ করার দাবি জানানো হয়েছে | এই বিষয়ে বিজেপি জানিয়েছে, তারা বিধানসভায় স্পিকারের কাছে দাবি জানালেও তিনি একদিন শুনানি করে বাকি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি | যদিও স্পিকার আগেই জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দুর, মুকুলের বিরুদ্ধে করা অভিযোগ কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে | এক্ষেত্রে আদালত হয়ত মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নাও মান্যতা দিতে পারে, যেহেতু বিধানসভায় স্পিকার সর্বের সর্বা, তাই তাঁর অধীনে বিচারাধীন থাকায় সেই বিষয়ে কোনও পদক্ষেপ নাও নিতে পারে আদালত |