Breaking News

চিড়িয়ামোড়ে উদ্ধার যুবকের নলি কাটা দেহ!আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, তদন্তে সিঁথি থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভয়ানক ঘটনা শহরে | চিড়িয়ামোড় এলাকায় উদ্ধার এক যুবকের নলি কাটা দেহ | পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে | তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ | এদিন ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও |পুলিশ সূত্রে খবর মৃতের নাম মিহির হাঁসদা | বয়স ৫১ | চিড়িয়ামোড় এলাকার এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা | জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাড়ে ১০টা নাগাদ দিঘীর পাড় এলাকার ২/৮ নম্বর বাড়িতে উপুড় হয়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী| প্রতিবেশীরা বাইরে থেকে বিষয়টি দেখতে পেয়ে ভেতরে যায় | তখন চোখে পড়ে চারিদিকে রক্তবন্যা | সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিঁথি থানায়| পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় | পুলিশ জানিয়েছে, মৃত যুবক মিহিরের নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় | তবে,বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে একটি নাইলনের দড়ি |এটা ঘিরেও তৈরি হয়েছে ধন্দ | স্বাভাবিকভাবেই প্রাথমিক অনুমান, কেউ বা কারা খুন করে থাকতে পারে মিহিরকে | ঘটনাস্থলে কলকাতা পুলিশের হোমিসাইড আধিকারিকরা গিয়ে তদন্ত করে | অন্যদিকে ঠিক কী কারণে মৃত্যু জানতে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *