Breaking News

হিডকো-র চেয়ারম্যান পদে ‘মন্ত্রী’ ফিরহাদ হাকিম, তৃণমূল সরকারের আমলে এই প্রথমবার!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- হিডকোর নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম | দীর্ঘদিন বাদে হিডকোর চেয়ারম্যান পদে একজন মন্ত্রী আসীন হলেন | বাম জমানায় অবশ্য আবাসন মন্ত্রী গৌতম দেব হিডকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন | আগে কখনও কোনও মন্ত্রীকে হিডকোর চেয়ারম্যান করেননি মমতা বন্দ্যোপাধ্যায় | তৃতীয়বার ক্ষমতায় এসে এই প্রথম রীতি পরিবর্তন করলেন তিনি| তবে এটা ফিরহাদ হাকিমের প্রাপ্য ছিল বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা | একদা বামফ্রন্ট সরকারের সময় হিডকোর দায়িত্ব সামলাতেন গৌতম দেব | এবার সেই একই পথ ধরলেন মুখ্যমন্ত্রী | হিডকোর চেয়ারম্যান হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম |প্রসঙ্গত, সিপিআইএম নেতা গৌতম দেবের আমলে হিডকোর জমি দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল | সেই অভিযোগ তুলেছিল তৎকালিন বিরোধী দল তৃণমূল কংগ্রেস |২০১১ সালে ক্ষমতায় আসার পর সেই জমি ফেরত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঘোষণা করেছিলেন, হিডকোর চেয়ারম্যান হবেন সরকারি আধিকারিক | হিডকোর জমি বণ্টনের সিদ্ধান্তে অনুমোদন দেবে রাজ্য মন্ত্রিসভা | ১০ বছর পর দেবাশিস সেনের জায়গায় হিডকোর চেয়ারম্যান হলেন রাজ্যের আবাসন ও পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম | আবাসন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এখন থেকে হিডকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম|’কিন্তু আচমকাই কেন দেবাশিস সেনকে চেয়ারম্যান পদ থেকে সরানো হলো, তা নিয়ে আবাসন দফতরের কোনও আধিকারিক মুখ খোলেননি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *