নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- গ্রামের বাসিন্দারা করোনার টিকা নিলেও মেলেনি সার্টিফিকেট | যদিও কোন ক্যাম্প থেকে নয়, সরাসরি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই টিকা নিয়েছেন বলে দাবি গ্রামবাসীর | বিষয়টি নিয়ে স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চাওয়া হলে মেলে দুর্ব্যবহার | ভ্যাকসিন আদৌও আসল কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বীরভূমের রামপুরহাটের মল্লারপুর ব্লকের টেকেড্ডা গ্রামের বাসিন্দাদের মধ্যে | যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই দ্রুত সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক | মল্লারপুর ব্লকের টেকেড্ডা গ্রামে বসবাস কমবেশি ১৫০টি পরিবারের | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক বাসিন্দারা সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই টিকা নিয়েছেন | অধিকাংশের টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও মেলেনি সার্টিফিকেট | এমনকী যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের মোবাইলেও আসেনি কোনও মেসেজ | স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বেঁধেছে গ্রামবাসীদের মনে |
সম্প্রতি ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্পের খবর শুনে আশঙ্কায় টেকেড্ডা গ্রামের বাসিন্দারা | যদিও গ্রামের আরও এক বাসিন্দার দাবি, ‘গ্রাম সংলগ্ন সুস্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা নিয়েছি| দু’টি ডোজ পেয়ে গিয়েছি | কিন্তু সার্টিফিকেটের জন্য যখন স্বাস্থ্যকেন্দ্রে যাই, কর্মীরা সাফ জানিয়ে দেন, তারা কিছুই জানেন না | মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে | টিকা নিতে গিয়ে লাইন দেওয়ার পর এবার সার্টিফিকেট নেওয়ার জন্য অনলাইন দিতে হবে বলে বিরক্তি প্রকাশ করলেন অনেকেই | এই ঘটনায় রামপুরহাট মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, ‘প্রত্যেকেই সার্টিফিকেট পাবেন | প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় তার ব্যবস্থা করছি |’