দেবরীনা মণ্ডল সাহা :- প্রবল বৃষ্টিতে ধস নামল পাহাড়ে | ঘটনায় কালিম্পংয়ের সেবক রংপোর রেল প্রকল্পে মৃত্যু হল এক শ্রমিকের | আহত দু’জন | এখনও পর্যন্ত পাঁচ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে| উত্তরে বৃষ্টিপাতের জেরে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার একাধিক জায়গা | কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে| এর ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে | সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলার সময় ধস নামে | ধসের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে | যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস মেরামতির কাজ | নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারীরা | অন্যদিকে, প্রবল বর্ষণ এবং দফায় দফায় ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক | এর ফলে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সম্পূর্ণ রকম ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন | বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ| শুক্রবার সকালে, মল্লি বাজারের সামনে ধস নামে | প্রসঙ্গত, বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলছিল | আচমকাই নামে ধস | তল্লাশি চালিয়ে ধনসিং ভাণ্ডারি নামে বছর পঁয়ত্রিশের এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয় | তবে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে | দু’জন গুরুতর আহত হয়েছেন| আরও পাঁচ শ্রমিক নিখোঁজ হয়ে যান | ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন |
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়েছে প্রশাসন | নিখোঁজদের খুঁজতে জলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে| এমনকী, স্নিফার ডগও নামানো হয়েছে| পাশাপাশি, দার্জিলিংয়ের সিংমারির নিচে সংটম এলাকাও ধসের কবলে | ফলে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে | ১০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত | ফলে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং ও সিকিম | রাস্তা সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চালাচ্ছে প্রশাসন | যোগাযোগ ব্যবস্থার যাতে কিছুটা উন্নতি হয়, সেদিকে নজর দিচ্ছে প্রশাসন| বিপর্যস্ত এলাকাগুলিতে রয়েছে পূর্ত দফতরের কর্মীরা | মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় রাজ্যজুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে | তাতেই বিপর্যয় ঘটে গেল উত্তরবঙ্গে |