নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রবল বৃষ্টিপাতের জেরে হাওড়া কারশেডের বিভিন্ন জায়গায় এবং রেললাইনে জল জমেছে | যে জন্য বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল | কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তনও করা হয়েছে | বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টিতে ভেসেছে হাওড়া তথা পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা | এই প্রবল বৃষ্টির জন্য একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হল| এর জেরে নির্ধারিত সময়ের থেকে বহু দেরি করে ছাড়ছে একাধিক ট্রেন | অনেক ট্রেনের সময়সূচি বদল করেছে রেল কর্তৃপক্ষ | ০২৩০৩ পূর্বা এক্সপ্রেস, ০২৩৫৩ লাল কুয়াঁ এক্সপ্রেস, ০৩০০১ হুল এক্সপ্রেস এবং ০৩০১৫ হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস শুক্রবারের জন্য বাতিল করে দেওয়া হয়েছে | এছাড়া কিছু ট্রেনের হাওড়া ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে | যেমন, ০২৩৩১ হিমগিরি এক্সপ্রেসে নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে ছাড়বে | ০৩০০৯ দুন এক্সপ্রেস ছাড়বে ৩ ঘণ্টা ২০ মিনিট দেরিতে। ০২৩২৩ হাওড়া-নয়াদিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে ৫ ঘণ্টা ৫ মিনিট পরে ছাড়বে | দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু ট্রেনেও পরিবর্তন আনা হয়েছে | ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | হাওড়া-মুম্বই বিশেষ এক্সপ্রেস ট্রেন শুক্রবার হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে ২টো ৪৫ মিনিটে|হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস হাওড়ার বদলে খড়্গপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে |
এখন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে| তবে রেল এবং কয়েকটি ক্ষেত্রের কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল| কারশেডে জল জমায় ওই লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে | বেশ কয়েকটি হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-আরামবাগ লোকাল আপ এবং ডাউন লাইনে বাতিল করা হয়েছে |রেল সূত্রে খবর, গতকাল রাত থেকে চলা প্রবল বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারশেডে জল জমে যায় | সেই কারণেই পরিষেবা ব্যহত হচ্ছে | যদিও দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে | শুধু জল জমে থাকাই নয়, প্রবল বৃষ্টিতে রেল লাইনের রক্ষাণাবেক্ষণের কাজ ব্যহত হয়েছে বলে খবর |