দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নাগাড়ে বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন | নিকাশি সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা | এবার সেই নিকাশি সমস্যাকে সামনে এনে খোদ তৃণমূল নেত্রীকে বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী | এদিন তিনি বলেন,লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর আগে দুয়ারে নর্দমার জল প্রকল্পের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার’ | রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ বাকি | তার মধ্যে উপনির্বাচন হবে পাঁচটি আসনে | ইতিমধ্যেই উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল| যা নিয়ে এদিন ফের কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী | এদিন তিনি বলেন, ‘রাজ্যের কোভিড নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না | রাজনৈতিক মিটিং-মিছিল, এমনকী ধর্মীয় শোভাযাত্রাও করা যাবে না | তাহলে নির্বাচন কিভাবে করা যাবে?’ শুভেন্দুর কথায়, ‘নির্বাচন মানেই তো রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ, প্রচার করা | এখানে ভোটের পরিবেশ নেই সেটা রাজ্যের নির্দেশিকা দেখেই বোঝা যাচ্ছে |’ শুভেন্দু আরও দাবি করেন, ‘বিধানসভা ভোটের সময় তৃণমূল বলেছিল, বিজেপি নেতারা ও আধাসামরিক বাহিনী রাজ্যে করোনা ছড়িয়ে গেছে | তাহলে তো রাজ্যের উচিত ভ্যাকসিনেশনের পর ভোট করানো |’এরপরেই রাজ্যজুড়ে জল যন্ত্রণা নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, ‘মানুষ দেখুন কেমন সরকারকে নির্বাচিত করেছেন | ইয়াসের পর সবাই বলেছিল দুয়ারে গঙ্গা, এবার হয়তো বলবে দুয়ারে নর্দমার জল! লক্ষীর ভান্ডার প্রকল্প শুরুর আগে বোধ হয় এটাই নয়া উদ্যোগ রাজ্যের |’