প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবিতে বিজেপির আবেদনের দ্বিতীয় শুনানি হল বিধানসভায় | অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে শুনানিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অম্বিকা রায় | যদিও হাজির ছিলেন না মুকুল রায় | সূত্রের খবর, ২৫ মিনিট শুনানি হয় | পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৭ অগস্ট | শুক্রবার বেলা ১টা নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে হাজির হন শুভেন্দু অধিকারী | মুকুল রায় এখন দিল্লিতে থাকায় দ্বিতীয় শুনানিতে হাজির হননি বলে সূত্রের খবর | শুক্রবার, ২৫ মিনিটের একটু বেশি সময় ধরে চলে শুনানি | শুনানি শেষে বেরিয়ে কোনও মন্তব্য করলেন না বিরোধী দলনেতা | বেলা দেড়টা নাগাদ শুনানি শেষ করে স্পিকারের ঘর থেকে বেরিয়ে আসেন শুভেন্দু | শুক্রবার শুভেন্দুর সঙ্গে ছিলেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ও কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় | প্রসঙ্গত, ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় | কিন্তু বিধায়কপদ ছাড়েননি তিনি | গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি | তার পরই তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয় বিজেপি | গত ১৬ জুলাই সেই আবেদনের প্রথম শুনানিতে নথিপত্র জমা দেওয়া সইসাবুদের পর্ব চলে | সেদিন স্পিকারের ঘরে মাত্র ৫ মিনিট কাটান শুভেন্দু | শুক্রবার যদিও প্রায় ২৫ মিনিট স্পিকারের ঘরে ছিলেন শুভেন্দু অধিকারী | বিজেপি ছেড়ে মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করার জন্য অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে পিটিশন জমা দেন | ইতিমধ্যে মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন | যার প্রতিবাদ করে বিজেপি বিধানসভার ৮টি কমিটির চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছে |