নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- দুই হাতে অস্ত্র নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিয়েছিল সে| পরে ওই ছবিটা থেকেই মুখ বাদ দিয়ে ফেসবুকেও আপলোড করেছিল| পুলিশের নজরে আসতেই শুরু হয় তদন্ত | সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অস্ত্র বিক্রির ছক | ভাটপাড়া থেকে যুবককে গ্রেফতার করল কলকাতার মানিকতলা থানার পুলিশ | ধৃতের কাছে পাওয়া গেল রিভলভার ও কার্তুজ | ধৃতের নাম কৃষ্ণা জয়সোয়ারা| পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে অস্ত্র কেনাবেচা চলত দুষ্কৃতীদের | বিক্রির জন্য ওই ওই দু’টি আগ্নেয়াস্ত্রের ছবি দুই হাতে ধরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল কৃষ্ণা | ডিজেহারদিক জয়সোয়ারা নামে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ওই ছবি পাবলিশ হয় | এবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় | তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র| অপর আগ্নেয়াস্ত্রটির খোঁজ করা হলে ধৃত জানায়, সেটি রাখা আছে ভাটপাড়ার এক দুষ্কৃতীর বাড়িতে| পুলিশ জানিয়েছে সম্প্রতি ভাটপাড়া একটি খুনের ঘটনা ঘটে | যে ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে ওই দুষ্কৃতী | প্রসঙ্গত, গত মাসের গোড়ার দিকে ভরসন্ধেয় বেলায় গুলি চলেছিল থানার অনতিদূরে, ভাটপাড়া পুরসভার চত্বরে | অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন পুর-প্রশাসক হিমাংশু সরকার | আহত হন তাঁর সহকারী সৌরভ দাস | অপর যে আগ্নেয়াস্ত্রের খোঁজ করছে পুলিশ, সেটি দিয়েই হয়েছিল খুন | ইতিমধ্যেই ভাটপাড়ার ওই দুষ্কৃতী বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ |