Breaking News

ডার্ক-ওয়েবে আমেরিকা-কানাডা থেকে কুরিয়ারে গাঁজা পাচার! কলকাতায় ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পর্দাফাঁস করল কলকাতার নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) |মোট ৪২টি গাঁজার পার্সেল উদ্ধার হয়েছে | ডার্ক-‌নেট ওয়েব প্ল্যাটফর্মে আমেরিকা-‌কানাডায় মাদকের অর্ডার দেওয়া হত | তারপর সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কলকাতায় পাচার করা হচ্ছিল | এইভাবেই শহরে কোটি কোটি টাকার বিদেশি মাদক পাচারের কারবার রমরমিয়ে চলছিল।বিদেশ থেকে ওইসব গাঁজা আমদানিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ৩ জনকে | এদের একজন শ্রদ্ধা সুরানা(২৫) | সিমরন সুরানা নাম নিয়ে শ্রদ্ধাই চালাতো গোটা চক্র | এনসিবি সূত্রে জানা গিয়েছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হচ্ছিল বিশ্বের সবচেয়ে দামী ও শক্তিশালী সবুজ গাঁজা (‌মারিজুয়ানা)‌ |

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বিপুল পরিমাণে এই মাদক চোরাচালান করা হচ্ছিল |তদন্তকারীরা জানিয়েছেন, শনিবার কলকাতার একটি কুরিয়ার সার্ভিসের দফতরে হানা দিয়ে সেখান থেকে ৪২টি বিদেশি ‌পার্সেলে মোট ২০ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে তাঁরা |মাদক চোরাচালানের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে | এনসিবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শ্রদ্ধা সুরানা (‌২৫)‌, তারিনা ভটনাগর (২৬)‌ ও করণকুমার গুপ্তা(‌৩০)‌ | গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, বিপুল পরিমাণে উচ্চমানের মাদক দ্রব্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে কলকাতায় পাচার করা হচ্ছে | একটা বড় কনসাইনমেন্ট আমেরিকা ও কানাডা থেকে রাজ্যে ঢুকেছে| কিছুদিন ধরেই এনসিবির তদন্তকারীরা কলকাতার ওই কুরিয়ার পরিষেবা প্রদানকারী সংস্থার উপর নজর রাখছিল | গোয়েন্দারা জানতে পারেন, ২৭ জুলাই ও ৩০ জুলাই কলকাতার ফরেন পোস্ট অফিস (‌এফপিও)‌ তে প্রসাধনী, খেলনা ও গেমের নামে ৪২টি বিদেশি ভুয়ো পার্সেল ঢুকেছে | শনিবার সেখানে হানা দিয়ে সমস্ত পার্সেলগুলো বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা | এনসিবির দাবি, বিশ্ববাজারে ওইসব গাঁজার দাম অত্যন্ত বেশি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *