Breaking News

অভিযুক্তের আইনজীবীর সাথে দিল্লিতে বৈঠক হাইকোর্টের বিচারপতির, অভিযোগ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তোলপাড় করা অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | এক টুইট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, দিল্লিতে গিয়ে মামলায় মূল অভিযুক্তের আইনজীবীর সঙ্গে নাকি বৈঠক করেছেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি | এই প্রসঙ্গে ব্যখ্যাও চেয়েছেন তিনি |তবে কোন মামলা, কোন আইনজীবী বা কোন বিচারপতি, তা উল্লেখ করেননি তিনি | টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, ‘বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে থাকা একজন দিল্লিতে গিয়ে আদালতে বিচারাধীন বড় কেলেঙ্কারির মামলায় মূল অভিযুক্তের আইনজীবী সঙ্গে সাক্ষাৎ করেছেন | সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা উদ্বেগের | দ্রুত এর ব্যাখ্যা প্রয়োজন | গণতন্ত্রের স্বার্থে বিচারবিভাগের স্বাধীনতা-নিরপেক্ষতার সঙ্গে আপোস করা যায় না|’

এদিকে শুভেন্দুর এই টুইটটি রিটুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য | সঙ্গে অমিত লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাখ্যা দিতে হবে তাঁর প্রবীণ আইনজীবী যিনি আবার বাংলা থেকে রাজ্যসভার সাংসদও, যিনি ভোট পরবর্তী হিংসা মামলা লড়ছেন, একই সঙ্গে বিরাট এক কেলেঙ্কারিতে মূল অভিযুক্তদের রক্ষারও চেষ্টা চালাচ্ছেন, শনিবার তিনি কেন দিল্লিতে হাইকোর্টের আদালতের বিচারপতির সঙ্গে দেখা করলেন |’

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সলিসিটার জেনারেল তুষার মেহেতার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী | সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতাকে তোপ দেগেছিল শাসক দল | নারদ মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের পক্ষের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহেতা | তৃণমূলের অভিযোগ, মামলাকে প্রভাবিত করতেই সলিসিটার জেনারেলের বাড়ি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা | এমনকি তুষার মেহতার অপসারণও দাবি করে তৃণমূল | এবার পাল্টা কলকাতা হাইকোর্টের এক বিচারপতির সঙ্গে বিচারাধীন একটি মামলায় মূল অভিযুক্তের আইনজীবীর সাক্ষাতের অভিযোগ তুলে পাল্টা চাপ সৃষ্টি করলেন শুভেন্দু অধিকারী বলে মনে করছেন রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *