প্রসেনজিৎ ধর, হুগলি :- করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে শাসক-বিরোধী চাপানউতর অব্যাহত | হুগলির কোন্নগর শাস্তিনগরে বিয়ে বাড়ির লজ ভাড়া করে পঞ্চায়েতের তরফে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে | যদিও কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের দাবি এলাকায় কোনও সরকারি প্রতিষ্ঠান ফাঁকা না পাওয়ায় বিয়ে বাড়িতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে | আর সেই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি রাতের অন্ধকারে কুপন দিয়ে মুখ বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে | এটা জানাজানি হতেই এলাকার বিজেপি কর্মীরা ভ্যাকসিন সেন্টারে গিয়ে প্রতিবাদ করলে পুলিশ আটক করে নিয়ে যায় | আটক করার প্রতিবাদে ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা | ২ জন বিজেপি কর্মীকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ| এই বিষয়ে কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন সরকারি জায়গায় মিড-ডে মিলের চাল রাখা আছে বলে সেখানে ভ্যাকসিন দেওয়া যাবে না তাই আমরা বিয়ে বাড়িতে এই ব্যাবস্থা করেছি | এই ভ্যাকসিন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দেওয়া হচ্ছে বলে জানান আচ্ছালাল যাদব |
এমনকি গ্রেফতার হওয়া কর্মীকে বিজেপি কর্মী বলতে নারাজ আচ্ছালাল যাদব |ওই কর্মী পুলিশের কাজে বাধা দিচ্ছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে | ভারতীয় জনতা পার্টি কুৎসা, নিন্দা করে পশ্চিম বাংলায় জায়গা করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন আচ্ছালাল যাদব | যদিও এলাকার এক বিজেপি কর্মীর অভিযোগ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অনেক ঘর খালি থাকা সত্ত্বেও কেন বিয়েবাড়িতে সরকারি ভ্যাকসিন দেওয়া হবে |তাঁর আরও অভিযোগ পঞ্চায়েত প্রধান কি করে বলছেন সেখানে ঘর খালি নেই |
রাতের অন্ধকারে কুপন কোথা থেকে আসছে বলেও অভিযোগ তোলেন তিনি | আটক বিজেপি কর্মীদের না ছাড়লে আমরা ধর্নায় বসবো বলে জানান বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা|