নিজস্ব সংবাদদাতা, মালদহ :- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রের কাছ থেকে পুলিশ ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে | ধৃত সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র | স্কুল পড়ুয়াদের জাল নোটের ‘বাহক’ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ | মালদহ জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট সমেত গ্রেফতার করা হয়েছে সপ্তম শ্রেণির এক পড়ুয়াকে| ধৃত নাবালকের বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকার সাদরিটোলা গ্রামে | বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে থাকত সে | তারা তিন ভাই ও এক বোন | সে ছোট | শাহবাজপুর এলাকার একটি বেসরকারি স্কুলের ‘টপার’ সে | গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে জাল নোট সমেত গ্রেফতার করে | তার কাছ থেকে ৪০০টি পাঁচশো টাকার জাল নোট এবং ১২০টি দু’হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে| কীভাবে সে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে | গ্রামবাসীদের কথায়, “এই নাবালক মেধাবী ছাত্র কীভাবে জাল নোট নিয়ে ধরা পড়ল, সেটা আমরা বুঝতে পারছি না | যদি ঘটনা সত্য হয়, তাহলে সে জাল নোটের কারবারিদের খপ্পরে পড়ে গিয়ে থাকতে পারে | চক্রের মাথাগুলিকে ধরতে হবে|”ভালো ছাত্র হলেও কেন এই পাচারে যুক্ত হল, তাকে কি বাধ্য করা হয়েছে? গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ |