Breaking News

শীতলকুচি কাণ্ডে ফের তলব এড়ালেন কেন্দ্রীয় জওয়ানরা!ইমেল করে সিআইডির কাছে চাইলেন সাতদিন সময়

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- শীতলকুচি কাণ্ডে সাতদিন সময় চাইল সিআইএসএফ | ৩ অগস্ট মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তাদের | কিন্তু ইমেল মারফৎ তারা সিআইডিকে জানিয়েছে, তাদের সাতদিন সময় দেওয়া হোক | প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের দিন ১০ই মার্চ কোচবিহারের শীতলকুচির জোরপাটকিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪জনের | এরপর সেই ঘটনায় স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করা হয় | তদন্তে নামে সিআইডি | কেন্দ্রীয় বাহিনীর কর্তব্যরত জওয়ানদের ভবানী ভবনে ডেকে পাঠানো হয় সিআইডির তরফে | কোচবিহারের প্রাক্তন জেলা পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গেও কথা বলেন তদন্তকারী আধিকারিকরা | কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তলব এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ | এরপর ২রা ও ৩রা অগস্ট তিনজন করে মোট ৬জন জওয়ানকে ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি | তবে এবার সাতদিন সময় চেয়েছেন তাঁরা | ইমেল করে সিআইডিকে জানানো হয়েছে তাঁদের সাতদিন সময় দেওয়া হোক | এদিকে সূত্রের খবর, তদন্তের জাল ক্রমেই গোটাতে শুরু করেছে সিআইডি | মাথাভাঙাতে গিয়েও তদন্তকারী আধিকারিকরা গোটা ঘটনা খতিয়ে দেখেছেন | তবে কোন পরিস্থিতিতে সেদিন গুলি চালনা করা হয়েছিল সেটাও বোঝার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা | স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তাঁরা কথা বলেছেন | এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন ঘটনার দিন জওয়ানরা কে কোথায় দায়িত্বে ছিলেন | কার্যত নথি নিয়ে তাঁদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *