Breaking News

বুধবার বানভাসি এলাকায় পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!আকাশপথে দেখবেন পরিস্থিতি

দেবরীনা মণ্ডল সাহা :- এক নাগাড়ে বৃষ্টির জেরে ভেসে গিয়েছে গ্রামবাংলা | আর তা দেখতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন মন্ত্রিসভার শীর্ষস্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় | এবার ঠিক করলেন তিনি নিজেই যাবেন | আর সরেজমিনে দেখবেন বানভাসি মানুষের কষ্ট | বিভিন্ন জায়গায় চলছে উদ্ধারকার্য | এই পরিস্থিতিতেই আগামীকাল রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| নবান্ন সূত্রে খবর, বুধবার হেলিকপ্টারে করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি বানভাসি এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী | যেসব জায়গায় প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম সেখানে ঘুরে দেখবেন তিনি | আকাশপথে হাওড়া জেলার উদয়নারায়নপুর ও আমতা, হুগলির গোঘাট, খানাকুল ১ ও ২ নম্বর ব্লক পরিদর্শন করবেন তিনি বলে সূত্রের খবর| সেই সব জায়গায় মানুষ ত্রাণ-সহ অন্যান্য পরিষেবা পাচ্ছেন কিনা সেটাও তিনি খতিয়ে দেখবেন | প্রসঙ্গত, এখনও জলের তলায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক | অধিকাংশ জায়গায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে | ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখে গিয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় | সেখানে যা যা ব্যবস্থা নেওয়ার তা ইতিমধ্যেই নেওয়া হয়েছে | পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশে সেখানে পানীয় জল পৌঁছে গিয়েছে | নাগাড়ে ভারী বর্ষণ ও ডিভিসি থেকে জল ছাড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে | এখন জল বাড়ছে ভাগীরথী নদীতে | বাড়ছে কালনার নদীর দুই পাড়ের ভাঙনও | পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙা এবং নদীর ওপারে মনমোহনপুর ও কিশোরীগঞ্জ এলাকার মানুষজন ভাগীরথীর ভাঙনে জর্জরিত| এই পরিস্থিতিতে এবার মানুষের পাশে দাঁড়াতে পরিদর্শনে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী | ইতিমধ্যে যে সমস্ত জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে, আর্থিক সাহায্য দেওয়ার জন্য মৃতদের তালিকাও তৈরি করার নির্দেশ দেন | মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির উপর নজর রেখেছেন।] | নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিটি বিষয়ে খবর রাখছেন সেচ, ত্রাণ, বিপর্যয় দফতরের কর্তারা | তবে দূর থেকে প্রতিকূলতা বুঝে ওঠা সম্ভব নয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী | তাই এবার নিজেই প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *