Breaking News

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! সালিশি সভায় নির্যাতিতার পরিবারকে এক ঘরে করে রাখার নিদান, চাঞ্চল্যকর ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরে

দেবাশীষ পাল, মালদহ :- অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ| সালিশি সভায় নির্যাতিতার পরিবারকে এক ঘরে করে রাখার নিদান | শুধু তাই নয় এমনকি অভিযুক্তকে পালিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয় | অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা ও মাতব্বরদের দিকে | এই চাঞ্চল্যকর ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়|নির্যতিতা অষ্টম শ্রেণির ছাত্রী| তাঁর বাবা-মা দিনমজুর | নির্যাতিতার অভিযোগ গত ফেব্রুয়ারির ২১ তারিখে তাঁদেরই প্রতিবেশী এক মহিলা ডেকে নিয়ে যান | কিছুক্ষণ পরে সেই মহিলা তাঁর দিদার বাড়ি যাবে বলে বেরিয়ে যান | সেই সময় অন্য ঘরে ছিল সেই মহিলার ভাই নাগর ওরফে পঙ্কজ দাস| অভিযোগ, তিনি ওই নাবালিকাকে জোর করে অন্য ঘরে নিয়ে গিয়ে চাকু দেখিয়ে ভয় দেখান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ | ওই ছাত্রী বাড়ি গিয়ে গোটা বিষয়টি জানায় | থানায় অভিযোগ জানাতে যাওয়ার চেষ্টা করে পরিবার | অভিযোগ, তখনও তাঁদের হুমকি দেওয়া হয় | এমনকি গ্রামের কিছু প্রভাবশালী সালিসি সভা বসিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন | দু’বার সালিসিও বসে গ্রামে | কিন্তু অভিযুক্ত যুবককে উল্টে আড়াল করা হয় বলে নির্যাতিতার পরিবারের অভিযোগ | আরও অভিযোগ, অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে প্রভাবশালীদের ঘনিষ্ঠতা রয়েছে| এমনকি প্রতিবাদ জানিয়ে পাল্টা হুমকির মুখে পড়েন নির্যাতিতার মা| গ্রামের মধ্যে এক ঘরে করে রাখা হয় বলে অভিযোগ তাঁদের |
ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা | মানসিকভাবে বিধ্বস্ত ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে | এরপরেই বাধ্য হয়ে লুকিয়ে থানায় যান নির্যাতিতার মা |
গত রবিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেন |অভিযুক্ত যুবক ততক্ষণে গ্রাম থেকে উধাও| এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় | অভিযুক্তকে আড়াল করতে তৃণমূল নেতার নাম উঠেছে এই ঘটনায় | যদিও তৃণমূল সব অভিযোগই অস্বীকার করেছে | জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বু রহমান বলেন, “তৃণমূল এই সমস্ত জঘন্য কাজকে প্রশ্রয় দেয় না | যদি এমন কিছু হয়ে থাকে, তো অপরাধী শাস্তি পাবে | ”এদিকে, বিজেপি জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, “এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে | কেস তুলে নেওয়ার জন্য মানসিক চাপ দেওয়া হচ্ছে|” ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *