Breaking News

আমেরিকা থেকে নবান্নে হাজির নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়! করলেন মমতার সঙ্গে জরুরি বৈঠক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দেশের আর্থিক বিকাশ ঘটলেই অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের অর্থনীতি ঘুরে দাড়াবে | একটি রাজ্যের পক্ষে এককভাবে তা কখনই সম্ভব হবে না | আর দেশের আর্থিক শ্রী ফেরাতে গেলে কেন্দ্রকে আরও উদার হতে হবে | মানুষের হাতে তুলে দিতে হবে টাকা | বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজ্য সরকার গঠিত করোনা সংক্রান্ত পরামর্শদাতা কমিটির প্রধান অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় এই মন্তবব্য করেছেন| করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নিম্নগামী | কিন্তু তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে খবর | সেটাকে কিভাবে সামলানো যাবে?‌ এই প্রশ্ন নিয়েই গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডের বৈঠক বসেছিল | নবান্নে চলে এই জরুরি বৈঠক |আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমেরিকা থেকে ছুটে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় | কারণ এই বোর্ডে তিনিও রয়েছেন বিশেষ পদে| বৃহস্পতিবারের বৈঠকে জরুরি আলোচনা হল নবান্নে | তারপর বাঙালি অর্থনীতিবিদকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি জানান, গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তাঁর অনুপস্থিতিতেই বারবার দায়িত্ব নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে | এই বোর্ডেরই গুরুত্বপূর্ণ সদস্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আগেও আমেরিকা থেকে অনলাইনে হাজির থেকে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন | আর আজ আমেরিকা থেকে রাজ্যে আসায় আমরা আপ্লুত | সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্যে এখন করোনা মোকাবিলার সবরকম পরিকাঠামো রয়েছে | আমাদের হাতে অক্সিজেন আছে, পরীক্ষার সবরকম ব্যবস্থা রয়েছে | গ্রামাঞ্চলেও সবরকম সুবিধা আছে|এবার সংবাদমাধ্যমের দায়িত্ব, এই প্রস্তুতির খবর সকলের কাছে পৌঁছে দেওয়া| যাতে সকলে সময়মতো অসুস্থ হলেই চিকিৎসা করাতে পারেন| এখন থেকে সকলেই জেনে রাখুন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবা পাবেন|’নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য, দ্রুত রোগ চিহ্নিত করা জরুরি | তারপর দ্রুত টিকাকরণের ব্যবস্থা করা | এবার সাধারণ মানুষকে তাঁর পরামর্শ, সমস্ত ব্যবস্থা রয়েছে সুচিকিৎসার | তা কাজে লাগানো উচিত | প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে করোনা পরিস্থিতি ভালো | দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার অনেকটা কম, বাড়ছে পজিটিভিটি রেট | এখন তৃতীয় ঢেউ ভাবিয়ে তুলেছে | তাই প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য সরকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *