Breaking News

‘করোনা টিকা নিয়ে বাংলাকে বঞ্চনা’, মোদিকে ফের চিঠি মমতার!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রধানমন্ত্রীর তরফে আশ্বাস মিললেও, বাস্তবে রাজ্যে করোনা টিকার ঘাটতি মেটেনি এখনও | তা নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন ‘ব্যথিত’ মুখ্যমন্ত্রী | তাতে তিনি স্পষ্ট লিখেছেন, বহুবার বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে | এমনকী মোদির সঙ্গে দেখা করেও এ নিয়ে কথা বলেছিলেন | কিন্তু তারপরও বাংলা পর্যাপ্ত কোভিড টিকা পাচ্ছে না | যাবতীয় সমস্যার কথা জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে ২ পাতার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | চিঠিতে মুখ্যমন্ত্রী টিকাদানের বিস্তারিত হিসেবও তুলে ধরেছেন | বলা হয়েছে, এই মুহূর্তে বাংলায় রোজ ৪ লক্ষ টিকা দেওয়া হচ্ছে | প্রতিদিন ১১ লক্ষ মানুষকে টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে রাজ্যে | কিন্তু কেন্দ্র থেকে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তা তুলনায় অনেকটাই কম |এখনও ১৪ লক্ষ ভ্যাকসিন প্রয়োজন, কিন্তু কেন্দ্র থেকে মিলেছে মাত্র ২.৬৮ লক্ষ | এই হিসেব দাখিল করে মুখ্যমন্ত্রী চিঠিতে এও স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বিজেপি শাসিত একাধিক রাজ্য – উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকে যথেষ্ট ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে | তবে বাংলার সঙ্গে এই বঞ্চনা কেন? কেন্দ্রের এই আচরণের জন্যই এ রাজ্যের হাজার হাজার মানুষ এখনও রোজ টিকার লাইনে দাঁড়িয়ে শূন্য হাতে ফিরে যাচ্ছেন | জনগণের উদ্দেশে তাঁর বার্তা, “টিকা সবাই পাবেন | আপনারা একটু ধৈর্য ধরুন | কেন্দ্র না দিলে কী ভাবে দেব আমরা | আমরা তো টিকা বাজার থেকে কিনেছিলাম | এখন সেটাও বন্ধ করে দিয়েছে | ধৈর্য হারাবেন না | সবাইকে টিকা দেওয়া হবে | আগে থেকে না জেনে কেউ ভিড় করবেন না|”নবান্ন সূত্রে খবর, দিল্লি সফরে প্রধানমন্ত্রীকে জানিয়ে আসার পরও রাজ্যে ভ্যাকসিন সরবরাহে খুব একটা গতি বাড়ায়নি কেন্দ্র | ফলে ভ্যাকসিনের আকাল দেখা না দিলেও বর্তমানে যে পরিমাণ টিকা আসছে তা কখনই পর্যাপ্ত নয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *