Breaking News

হাতির দল তাড়াতে গিয়ে ঘরছাড়া গ্রামবাসীরা!হাতির তাণ্ডবে তছনছ জলপাইগুড়ি সদর ব্লকের রঙধামালি এলাকা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- ফের উত্তরবঙ্গে হাতির তাণ্ডব | জলপাইগুড়ি সদর ব্লকের বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন রঙধামালি নতুন বস্তি এলাকায় হাতির তাণ্ডব | হাতি দাঁড়াতে গিয়ে নিজেরাই গ্রামছাড়া কয়েকশো বাসিন্দা | গ্রামে ঢুকে পড়েছে হাতির দল | খবর চাউর হতেই দল বেঁধে বাইরে বেরিয়ে পড়েন গ্রামবাসীও| উদ্দেশ্য ছিল, হাতির দলটিকে গ্রামছাড়া করবার | কিন্তু ঘটল উল্টোটাই | হাতি দাঁড়াতে গিয়ে নিজেরাই গ্রামছাড়া কয়েকশো বাসিন্দা| শুক্রবার সকালে এই ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি সদর ব্লকের রঙধামালি এলাকা|সাতসকালে গ্রামে ঢুকে পড়েছে হাতির দল | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈকন্ঠপুর জঙ্গল থেকে ৪টি হাতির ঢুকে পড়ে মোতলপাড়া গ্রামে | তার মধ্যে দু’টি হাতি পূর্ণবয়স্ক | খবর ছড়িয়ে পড়তেই ঘর ছেড়ে বেরিয়ে আসে কয়েকশো গ্রামবাসী | তারা নিজেরাই প্রথমে হাতিগুলিকে তাড়াবার চেষ্টা করে| কিন্তু একসঙ্গে এত মানুষ গোটা এলাকা ঘিরে রাখায় পালাবার পথ খুঁজে না পেয়ে গ্রাম জুড়ে তাণ্ডব শুরু করে হাতে গুলি | ভেঙে ফেলে বেশ কয়েকটি বাড়ি | হাতির এমন তাণ্ডব দেখে বাড়ি ছেড়ে পলাতক গ্রামবাসীর একাংশ | অন্যদিকে গ্রামে হাতি ঢুকে যাওয়ার খবর দেওয়া হয় বন বিভাগে খবর পেয়ে এলাকায় আসে বৈকন্ঠপুরের বনকর্মীরা | এরপর এলাকা জুড়ে শুরু হয় মাইকিং | এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী | ঘটনাস্থলে উপস্থিত হন বৈকন্ঠপুর বনবিভাগের ডিএফও মঞ্জিলা তিরকে | ডিএফও জানান, এত গরমে হাতিগুলোকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না | সন্ধ্যার দিকে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে | তবে যে সমস্ত বাড়ির ক্ষতি হয়েছে সেই বাড়ির বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *