Breaking News

রাস্তাতেই ঘনিষ্ঠ অবস্থায় তরুণ-তরুণী, প্রতিবাদ করে গুলিবিদ্ধ যুবক!মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার ঘটনা, অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- অন্ধকার রাস্তায় আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে থাকা তরুণ-তরুণীকে প্রশ্ন করতেই ধেয়ে এল বন্দুকের গুলি | ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ক্যানেল পাড়ের| গুলিবিদ্ধ যুবক জসিমউদ্দিন শেখ বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন | অন্যদিকে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ | স্থানীয় সূত্রে খবর, তখন রাতের অন্ধকার নেমেছে | মুর্শিদাবাদের কান্দির খড়গ্রাম থানার কাপাসডাঙ্গা চেকপোস্ট সংলগ্ন হলদিয়া-ফরাক্কা বাদশাহী রোডের উপর দেখা যায়, চুম্বনে আবিষ্ট প্রেমিক যুগল | বড়ঞা থানার কুলি এলাকায় বন্ধুর বাড়ি থেকে খড়গ্রাম থানার বোদরাপাড়া ফিরছিলেন দু’জন | অভিযোগ, ওই যুগলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে প্রতিবাদ করেন যুবক | তখন যুগলের সঙ্গে ওই দুই যুবক বাকবিতণ্ডায় জড়িয়ে পরে | কথা কাটাকাটি চলাকালীন প্রতিবাদীর দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেয় সে |আক্রান্ত যুবকের বন্ধুর কথায়, ‘প্রকাশ্য রাস্তায় নোংরামির প্রতিবাদ করে গুলি খেতে হল আমার বন্ধুকে |’ তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন | অন্যদিকে চম্পট দেয় ওই প্রেমিক যুগল | পুলিশ সূত্রে খবর, জখম জসিম শেখ নামে ওই যুবককে উদ্ধার করেন তাঁর বন্ধু | কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁকে | সেখানে প্রাথমিক চিকিৎসা হয় | পরে জসিমকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় | ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর | খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে | যুগলের খোঁজ শুরু করেছে পুলিশ | তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *