Breaking News

মালদহে অন ডিউটি, নীল বাতি, সরকারি লোগো ব্যবহার করা গাড়ি দাঁড় করিয়ে নাকা তল্লাশি পুলিশের!

দেবাশীষ পাল, মালদহ :- কোথাও গাড়িতে লেখা রয়েছে অন ডিউটি! কোথাও বা নীল বাতি লাগানো গাড়িতে | আবার কারোর আবার পার্সোনাল গাড়িতে সরকারি লোগো লাগানো | কেউ আবার গাড়িতে পুলিশ,বিএস এফ লোগো লাগিয়ে অবাধেই চলছে যাতায়াত| আর তাই সরকারি লোগোর অপব্যবহারের অভিযোগও ভুড়িভুঁড়ি | প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতার কসবায় আইএএস অফিসার সেজে টিকাকরণ করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার হওয়া দেবাঞ্জনের খবর প্রকাশ্যে আসতেই এবার নড়েচড়ে বসলো মালদহ জেলা পুলিশ |
পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশমতোই শুক্রবার মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে কার্যত কড়া নিরাপত্তার সাথে চলে গাড়ি তল্লাশি | আর তাই শুক্রবার রাস্তায় আগত অন ডিউটি গাড়ি কিংবা নীল বাতি লাগানো গাড়ির পাশাপাশি সরকারি লোগো ব্যবহার করা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে নাকা তল্লাশি চালালো মালদহ জেলা পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *