অভিষেক সাহা, মালদহ :- পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল |শুক্রবার ছিল পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদে নির্বাচন | পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন সুশীল মন্ডল এবং উপপ্রধান মাইনু মার্ডি | নির্বাচনে ১৫ – ৯ ব্যবধানে বিজেপিকে পরাজিত করে ঘাসফুল শিবির | মালদহের আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন পর তৃণমূলের দখলে এল | কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের পাঁচজন এবং বামফ্রন্টের একজন সদস্য তৃণমূলে যোগদান করেন | আর তারপরে এদিন প্রধান গঠনের প্রক্রিয়া নির্দেশ দেয় প্রশাসন | সেই নির্দেশ মেনে শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয় |
বামনগোলা তৃণমূল ব্লক সভাপতি অশোক সরকার জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন, তা দেখেই এখন দলে দলে বিজেপি নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন | আদিবাসী অধ্যুষিত ব্লকে এখন উন্নয়নের জোয়ার বইছে, আর সেটা দেখেই বিজেপি দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে সংশ্লিষ্ট দলের পঞ্চায়েত সদস্য নেতাকর্মীদের মধ্যে |’ অন্যদিকে বামনগোলা ব্লকের বিজেপির সভাপতি অমিত ঘোষ অভিযোগ করে বলেন যে, বিধানসভা নির্বাচনের পরেই শাসক দলের নেতাকর্মীরা আমাদের পঞ্চায়েতের সদস্যদের মিথ্যা মামলা ও ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছে | আমাদের পাঁচ সদস্য তৃণমূলে যোগ দেওয়ার পরেই পঞ্চায়েত আমাদের হাতছাড়া হয় |