Breaking News

মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ গেল মা ও মেয়ের,উত্তেজনা ছড়ায় চাঁচল-মালদহ ৮১ নং জাতীয় সড়কের বিরস্থলী এলাকায়

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও মেয়ের | পেছন থেকে একটি বাস এসে ডিজেল-অটোতে ধাক্কা মারে| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হল মা ও মেয়ের | আক্রান্ত আরও অনেকে | শনিবার দুপুরে এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়ায় চাঁচল-মালদহ ৮১ নং জাতীয় সড়কের বিরস্থলী এলাকায় | রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা | আটকে রেখে দেওয়া হয় ঘাতক বাসটিকে |প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে মালদহ থেকে একটি যাত্রীবাহী বাস চাঁচলের দিকে আসছিল অপর দিক থেকে একটি ডিজেল অটো যাত্রীবোঝাই করে সামসির দিকে যাচ্ছিল | ওই সময় চাঁচলের বিরস্থলীর ৮১নং জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অটোতে | এরপরই অটোর দুই যাত্রী ছিটকে পড়ে রাস্তায় | ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা ও তাঁর মেয়ের | এই ঘটনায় আরও বেশ কয়েকজন পথযাত্রী জখম হন | প্রত্যেককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় | চাঁচল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় | এলাকার উত্তেজনা থাকায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয় | পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি | স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই বেলাগাম গতিতে এই রাস্তা দিয়ে চলে বাস | দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে বিক্ষোভ আরও বৃহত্তর হবে বলে হুঁশিয়ারি দেন তারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *