Breaking News

তিনদিনের মাথায় ধর্মঘট উঠল ট্যাঙ্কার মালিকদের, কাটল জ্বালানি জট!

দেবরীনা মণ্ডল সাহা:- অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট শনিবার তুলে নিল ট্যাঙ্কার মালিক সংগঠনগুলি | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আশ্বাস পেয়েই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | দুপুর ২টো থেকে শুরু হয়ে গিয়েছে লোডিং | নতুন টেন্ডার আপাতত স্থগিত | পুরনো টেন্ডারেই চলবে কাজ | আলোচনা করে নতুন টেন্ডার প্রকাশ করা হবে| সূত্রের খবর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে রাজি হয়েছে দু’পক্ষই | যদিও দীর্ঘ ধর্মঘটের জেরে ৬ জেলার প্রায় ৫০০ ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মধ্যে প্রায় আড়াইশোটি পেট্রোল পাম্প এই মুহূর্তে তেল শূন্য হয়ে পড়ে | ট্যাঙ্কার মালিকদের টেন্ডারে পরিবহণ খরচ অনেকটাই কমিয়েছে ইন্ডিয়ান অয়েল | এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল তারা‌ | বৃহস্পতিবার থেকে মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপো থেকে পেট্রোল, ডিজেল নিয়ে কোনও  হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়ার একাংশে তেল সরবরাহ করা সম্ভব হয়নি|ফলে বহু পেট্রোল পাম্পই তেলশূন্য হয়ে পড়ে |এমন পরিস্থিতিতে ট্যাঙ্কার মালিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ | এদিন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের তরফে জানিয়েছে, প্রায় ষাটটি চুক্তিবদ্ধ তেলবাহি ট্যাঙ্কারকে ইতিমধ্যেই বসিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এরপর ভাড়াও কমিয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন তারা | তাদের দাবি না মানলে আন্দোলন চলবে | যদিও কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেয় | টেন্ডারের বিষয়ে আগামী দিনে আলোচনা করা হবে বলে লিখিত আশ্বাস দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ | অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, আপাতত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে |আগামী দিনে আশ্বাস মতো পরিকল্পনা বাস্তবায়ন না হলে ফের আন্দোলনে নামবেন তারা | তবে পেট্রোলপাম্পগুলিতে যে তেল সংকট তৈরি হয়েছিল তা সাময়িক ভাবে কাটবে বলে মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *