দেবরীনা মণ্ডল সাহা :- ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল | এদিন দুপুরেই ত্রিপুরার আমবাসায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই তৃণমূলের তিন ছাত্রনেতৃত্ব সুদীপ রাহা, জয়া দত্ত ও দেবাংশু ভট্টাচার্য’-এর উপর হামলা হয় বলে অভিযোগ | ইট, পাথর ও লাঠির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়, মাঠে ফাটে সুদীপ রাহার | আর এরপরেই টুইটারে গর্জে উঠেছেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | এদিন তিনি টুইট করে জানিয়েছেন, ‘বিজেপির গুণ্ডারা এবার নিজেদের রূপ দেখাচ্ছে| বিপ্লব দেব সরকারের অধীনে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে, তা আজকেই প্রমাণিত হল |এই ধরণের আক্রমণ আসলে অমানবিকতাই তুলে ধরে। যা করার করে নিন | তৃণমূল এক ইঞ্চিও জায়গা ছাড়বে না |’
প্রসঙ্গত, গত সোমবার ত্রিপুরা সফরে গিয়ে আক্রমণের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তাঁর বুলেটপ্রুফ গাড়িতে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ | যার ভিডিও ফুটেজ টুইট করে জানান অভিষেক | আর আজ আজ সংগঠনের কাজে আমবাসা যাওয়ার পথেই তাদের গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ | পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব | যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন | এর আগে ত্রিপুরাতে নজরদারি চালানো নিয়ে একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ | তিনি জানান, ত্রিপুরাতে তাঁর উপর নজর রাখছিল বাইক বাহিনী | সঙ্গে যাওয়ার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আজ এই ঘটনার পর ত্রিপুরা উড়ে গিয়েছেন প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী |