প্রসেনজিৎ ধর :- রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | তাঁর সোজা প্রশ্ন, ১০ বছর ক্ষমতায় থেকে বন্যা নিয়ন্ত্রণে কী করেছে রাজ্য সরকার?প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘাটাল যাচ্ছেন মমতা | তার আগে শনিবার সেখানে পৌঁছন দিলীপ ঘোষ | দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে হিজলি স্টেশনে নামেন তিনি | সেখান থেকেই মমতা এবং রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন | শনিবার দিলীপবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস নিজে না পারলে কারও ঘাড়ে দোষটা চাপিয়ে দেবেন | ১০ বছর ধরে উনি এখানকার মুখ্যমন্ত্রী | বন্যা নিয়ন্ত্রণে কী করেছেন? কলকাতাকেই বাঁচাতে পারছেন না | ঘাটাল, খানাকুল, আরামবাগ, ময়না ও বাকি যে জেলা গুলো তার তো মা – বাপ নেই |’ দিলীপ ঘোষের আরও অভিযোগ, ‘তিন বছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল | দুই দিনাজপুর ও মালদা ভেসেছিল | উনি মালদায় রাস্তায় জলের ওপর দাঁড়িয়ে ছবি তুলে চলে এসেছিলেন |এবারও তাই হয়েছে| এসে ছবি তুলে চলে গেছেন | উনি ভেবেছিলেন মিটে গেল | আবার পরের বছর বন্যা হবে | একই রকম ছবি তুলবো | সাধারণ মানুষের জীবনের কোনও পরিবর্তন হচ্ছে না |’তাঁর দাবি, ‘বিভিন্ন খাতে কেন্দ্র থেকে যে হাজার হাজার কোটি টাকা আসছে তা দিদির ভাইদের পেটে চলে যাচ্ছে| কপালেশ্বরী নদী সংস্কারের জন্য দিল্লি থেকে ২২৫ কোটি টাকা এনেছিলেন মানসবাবু। সেই টাকা কোথায় গেল?’মমতা প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হওয়া সম্ভব নয় বলে সম্প্রতি মন্তব্য করেন ঘাটালের সাংসদ দেব | তাঁকেও কটাক্ষ করেন দিলীপ | তিনি বলেন, ‘‘ওঁর দিদি তো গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী | উনি নিজেও সাত বছরের সাংসদ | এত দিনে কী করলেন? ওঁরা ভেবেছেন, এ ভাবেই চলে যাবে | মানুষ কি জলে ভাসবেন বলে ভোট দিয়েছিলেন? এখন বলছেন, দিদি প্রধানমন্ত্রী হলে সুরাহা হবে | সাত মণ তেল হবে, আর রাধা নাচবে| তত দিন যদি কেউ বেঁচে থাকেন, দেখা যাবে |”