দেবাশীষ পাল, মালদহ :- এই বাজারের বয়স ৫০ | আর তাতেই বেহাল দশা মালদহ শহরের নেতাজি পৌর বাজারের মাছ, পান ও কলার বাজার সেই বাজারের মাথার উপর থেকে চাঙড় ভেঙে পড়ছে| ক’দিন আগে মাথায় চাঙড় ভেঙে পড়ে আহতও হয়েছেন একজন বলেও খবর | এই বাজার সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন ব্যবসায়ীরা| তাঁদের অভিযোগ, সেই আবেদনে হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের | আর এতেই চরম সমস্যায় পড়েছেন ওই বাজারের প্রায় ১৪০০ ব্যবসায়ী বলে অভিযোগ |ইংরেজবাজার পৌরসভার অধীনে মালদহের নেতাজি মার্কেটকে অনেকে বিচিত্রা মার্কেট বলেও চেনেন | মার্কেট বিল্ডিং এর ছাদের চাঙর পড়ে যাচ্ছে ,লোহার রড দেখা দিয়েছে | বর্ষার সময় ছাদ চুঁইয়ে জল পড়ে | জল মাথায় করে ক্রেতা-বিক্রেতারা কাজ করে যাচ্ছেন | মালদহ মার্চেন্ট চেম্বার কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান মালদহ জেলার সব থেকে বড় মার্কেট হচ্ছে এই নেতাজি মার্কেট| এক সময় যখন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছিলেন তখন তিনি চেষ্টা করেছিলেন পিপিপি মডেলে একটি মার্কেট করার | কিন্তু সেটাও আজকে দশ বছর হয়ে গেল কোনও কাজ হয়নি | আমরা বহুবার জেলা প্রশাসন, পৌর প্রশাসককে এই বিষয়ে বলেছি, তবে তাতে কোনও কাজ হয়নি | বাজারের এক ব্যবসায়ীর সত্যনারায়ন চৌরাসিয়া জানান একটু বৃষ্টি হলেই এলাকায় বাজারে হাটুজল জমে যায় | বেশ কিছুদিন আগেও উপর থেকে চাঙর খসে আমার কোমরে পড়ে যায়| আমরা অবিলম্বে এর সংস্কারের দাবি জানাই |
এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রাক্তন কংগ্রেস নেতা তথা মন্ত্রী গনি খান চৌধুরীর সময় নেতাজি মার্কেটটি তৈরি হয়েছিল | ১৯৭০- ৭১ সালে এই মার্কেটটি সম্পূর্ণভাবে তৈরি হয় | আমি চেয়ারম্যান থাকার সময় এই বিল্ডিংটির সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিলাম |কোনও কারণবশত সেটি আর হয়নি |
তবে বিল্ডিংটির পরিস্থিতি খুবই খারাপ যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে|ইংরেজবাজার পৌরসভার প্রকাশক তথা এসডিও সুরেশচন্দ্র রানো সমস্যার কথা স্বীকার করেছেন | তিনি জানান বিষয়টি আমাদের নজরে রয়েছে | আমরা বিল্ডিংয়ের সংস্কারের কাজ করবো| তবে ওই বাজার থেকে সাময়িকভাবে ব্যবসায়ীদের সরে যেতে হবে|