Breaking News

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ! উত্তেজনা মালদহের মোথাবাড়ি এলাকায়,বিক্ষোভ মহিলার পরিবারের সদস্যদের

নিজস্ব সংবাদদাতা, মালদহ :-:সদ্য মা হওয়া এক মহিলার মৃত্যুকে ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল মালদহ জেলার সদর মহকুমার মোথাবাড়ি এলাকা | এই ঘটনার জেরে মৃত ওই মহিলার দেহ নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলার পরিবারের সদস্যরা | তাঁদের বিক্ষোভে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জাতীয় সড়কে | খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ |বিক্ষোভকারীদের জাতীয় সড়ক থেকে সরাতে তাঁরা লাঠিচার্জও করে| অশান্তির জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক | জানা গিয়েছে, মোথাবাড়ি এলাকার বাসিন্দা আরিফা বিবি গত ২ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে মোথাবাড়িরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন | সেখানে তিনি এক সন্তানের জন্মও দেন | কিন্তু এরপরই আরিফার শারীরিক অবস্থার অবনতি হয় | সেই সময় ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আরিফার বাড়ির লোকেদের ইংরেজবাজার শহরের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করাতে বলেন | কিন্তু সরকারি হাসপাতালে নিয়ে না গিয়ে আরিফার বাড়ির লোকেরা তাঁকে অন্য একটি নার্সিংহোমে ভর্তি করেন | সেখানেই এদিন ভোরে মারা যান আরিফা | এরপরেই মোথাবাড়ির বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আরিফার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আরিফার দেহ নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আরিফার পরিবারের সদস্যরা | দফায় দফায় বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা| ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ | পুলিশের তরফে বারবার উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি| আর তার জেরেই বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ | দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *