নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ | রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন | শনিবার এই সংখ্যাটি ছিল ৭৪৯ | দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও | একদিনে রাজ্যে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন | গতকাল সংখ্যাটা ছিল ১৫ | রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ৪৬ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করানো হয়েছে | তার মধ্যে ৬৭৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩৩ হাজার ৮০৩ | নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৪৫ শতাংশে| দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও আগের দিনের তুলনায় সামান্য কমেছে | নতুন করে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১২ জন| যার ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ২২৯ জন |আক্রান্তের তুলনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৯ শতাংশে |দৈনিক সংক্রমণ ও মৃত্যু সংখ্যা কমার পাশাপাশি সুস্থতার হার যথেষ্টই স্বস্তি দিচ্ছে | স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৬৩ জন | রাজ্যজুড়ে যে ১২ জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে ৪ জনই নদিয়ার| নদিয়ায় এদিন ৬৩ জন আক্রান্ত হয়েছেন| যদিও ৭৭টি নতুন সংক্রমণ নথিভুক্ত করে জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগণা | সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের | কলকাতায় অবশ্য সেই সংখ্যাটা মাত্র এক |