দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে |” ভবানীপুর উপনির্বাচনের জন্য তৃণমূলের নতুন স্লোগান| সেই স্লোগানেই ভর করে বিরোধী শিবিরে আক্রমণ শানাতে চাইছে ঘাসফুল শিবির | দল সূত্রে খবর, তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর উদ্যোগে এই স্লোগান তৈরি হয়েছে | ইতিমধ্যেই নেট দুনিয়ায় এই স্লোগানকে সামনে রেখে জোর প্রচারও শুরু হয়েছে| উপনির্বাচনের দিন তারিখ ঘোষণা না হলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ওই স্লোগান | পাশাপাশি ছোট ছোট হোর্ডিং তৈরি করে ভবানীপুর এলাকায় প্রচারও শুরু করেছে | জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দোপাধ্যায় জানিয়েছেন, দলনেত্রী ভবানীপুরের মেয়ে | তাই, দলের কিছু উৎসাহী নেতা-কর্মী স্লোগান তৈরি করেছেন | স্লোগান নিয়ে উপনির্বাচনের প্রচারও শুরু হয়ে গিয়েছে | তৃণমূল নেতৃত্ব মনে করছে, চলতি মাসের শেষ বঙ্গে উপনির্বাচনের দিন তারিখ ঘোষণা হতে পারে | ২০১১ সালের উপনির্বাচন ও ২০১৬ সালের সাধারণ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মমতা | আর ২০২১ সালের নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় | নিয়ম অনুসারে শপথ নেওয়ার ছ মাসের কোনও একটি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে জিতে আসতে হবে | ভবানীপুরে এবারের ভোটে প্রার্থী করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে | জিতেছিলেন ২৮ হাজার ভোটে | কিন্তু দলনেত্রীর কথা ভেবে তিনি ভবানীপুর আসন থেকে ইস্তফা দেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভবানীপর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, খবর তেমনই | তাই, দিদির জন্যে স্লোগান তৈরি করলেন দলের অনুগত সৈনিকরা |