Breaking News

ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র’‌, ঘাটালে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা :- বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টির জেরে বানভাসি হয়েছে ঘাটাল | তবে এবছরে খুবই খারাপ অবস্থা ঘাটালে | এর মাঝেই কথামত আজ ঘাটাল-এর বন্যা পরিদর্শনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁকে দেখা গেল ঘাটালের বানভাসী পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের হাত ত্রাণ তুলে দিতে|অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ঘাটাল মহকুমার একাধিক এলাকা জলের তলায়,পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও চিন্তা রয়েছে |এদিন ঘাটালে জলমগ্ন এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ঘাটালের পরিস্থিতি খুবই ভয়াবহ | বিমান থেকে সব দেখলাম| ছবিও তুলেছি | কলকাতায় ফিরে গিয়ে রিপোর্ট তৈরি করব | পরিকল্পিতভাবে বন্যা করা হচ্ছে | ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে | কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না | তাই প্রশাসনকে আরও বেশি কাজ করতে হবে | আরও অনেক ক্যাম্প তৈরি করতে হবে |’‌ তবে মানুষের এই দুঃখ-দুর্দশার জন্য যে কেন্দ্রীয় সরকার দায়ী তা বলতে ভোলেননি তিনি | ঘাটাল থেকেই তিনি তীব্র স্বরে বলেন, ‘‌বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি | কিন্তু তার পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র | এরকম হলে বারবার বন্যা তো হবেই | কেন্দ্রের কাছে আবার মাস্টার প্ল্যানের দাবি জানাব |’এদিন ঘাটালে নেমে অনুকূল ঠাকুরের আশ্রমে যান মমতা বন্দ্যোপাধ্যায় | সেখানে গিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে দেখা করেন তিনি | আশ্রমের বাইরে জড়ো হয়েছিলেন কিছু মানুষ | তাঁদের ত্রাণ দেন মুখ্যমন্ত্রী | মমতার সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব, রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও তাঁদের সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *