Breaking News

খড়দহে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে বাধা বিজেপি নেতা সায়ন্তন বসুকে,তৃণমূলের বিক্ষোভ,ফিরতে হল কর্মসূচি না সেরেই!

প্রসেনজিৎ ধর :- উত্তর ২৪ পরগণার খড়দহে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বাধার মুখে বিজেপি নেতা সায়ন্তন বসু বলে অভিযোগ | খড়দহের ফেরিঘাট এলাকায় বিজেপি নেতা পৌঁছলে, তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ | সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ | এমনকি তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় | দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয় | জানা গেছে, মঙ্গলবার খড়দহে শ্যামসুন্দর ফেরিঘাটে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু | সেখানেই বাধার মুখে পড়েন তিনি কবির মূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয় তাঁকে | একদল বাসিন্দা সায়ন্তনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান| ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে | সায়ন্তনও অবশ্য সকলের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁর কথা কেউ শুনতেই নারাজ তাঁর হাত থেকে মালা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ | তাঁর সামনেই রীতিমতো চিৎকার করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আশেপাশের মানুষজন | এতটা বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তন বসু রবীন্দ্রনাথের মূর্তিতে মালা না দিয়েই ফিরে যান | অভিযোগ, বিজেপি নেতার পথ আটকান তৃণমূল নেতা-কর্মীরা | রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন | তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সায়ন্তন বসুকে ধাক্কা দেওয়ারও অভিযোগ ওঠে | দু’পক্ষই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে | তৃণমূল কর্মীদের অভিযোগ,২২ শ্রাবণ চলে যাওয়ার পর রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে এসেছে বিজেপি নেতা, এটা কবির অপমান | একইসঙ্গে সায়ন্তন বসুর বিরুদ্ধে ঝামেলা পাকানোরও অভিযোগ করেছেন তাঁরা | অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপিও | যদিও সায়ন্তন ফিরে যাওয়ার পর পরিস্থিতি অনেকটাই শান্ত | আগেও বেশ কয়েকবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে গিয়ে বাধার মুখে পড়েছেন সায়ন্তন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *