প্রসেনজিৎ ধর, কলকাতা :- মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে আবার দিল্লির পথে পাড়ি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের | রাজভবন সূত্রে জানা গিয়েছে,এবারে ২দিনের সফরে দিল্লি গিয়েছেন রাজ্যপাল| তবে এদিন দিল্লি যাত্রার আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন বলেই জানা গিয়েছে | সেই সময় শুভেন্দু তাঁকে বাগনানে এক বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে যেমন রিপোর্ট দিয়েছেন তেমনি ১৬ আগস্ট রাজ্য সরকারের ‘খেলা হবে’ দিবস পরিবর্তন করার আর্জিও জানিয়েছেন বলে জানা গিয়েছে | একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যপাল বারবার শাসকদলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে আসছিলেন | এমনকি নিজে বাংলার নানা জেলা সফর করে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন| এখন আবার বাগনানে সেই রকমই এক ঘরছাড়া বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ৫জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে | সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন শুভেন্দু | এদিন সেই ঘটনার রিপোর্ট তিনি তুলে দেন রাজ্যপালের হাতে | একই সঙ্গে শুভেন্দু এটাও তাঁকে জানান যে, ১৬ আগস্ট রাজ্য সরকার ‘খেলা হবে’ দিবস হিসাবে ঘোষণা করলেও দিনটি সংস্কৃতি মনস্ক বাঙালির কাছে এক অভিশপ্তময় দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে | ওই দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের দিন হিসেবে স্মরণ করা হয় | তাই রাজ্য সরকারের ‘খেলা হবে’ দিবস যেন অন্য কোনও দিন পালন করা হয় | রাজ্যপালকে শুভেন্দু এই বিষয়ে অনুরোধ করেন এই বিষয়ে হস্তক্ষেপ করে ওই দিনটি পরিবর্তন করতে | জগদীপ ধনখড়ের এবারের সফরের রাজনৈতিক তাৎপর্য ভিন্ন | জুলাইয়ের শেষেই মুখ্যমন্ত্রী চারদিনের সফরে দিল্লি ঘুরে এসেছেন | সেখানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখাসাক্ষাৎ, আলোচনা হয়েছে তাঁর | তিনি ফেরার পরই আচমকা মঙ্গলবারই রাজ্যপালের দিল্লি যাওয়ার খবরে ভিন্ন ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহলের একাংশ |