নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতা হাইকোর্ট বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, মুকুল রায়কে কীভাবে পিএসি’র চেয়ারম্যান করা হল? এই প্রশ্নের জবাব আগামী ১২ অগস্টের মধ্যে হলফনামা দিয়ে জানাবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | একুশের নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপি সংস্রব ত্যাগ করে মুকুল রায় ফিরেছেন তৃণমূল কংগ্রেসে | তারপর থেকেই মুকুল রায়ের বিধায়ক খারিজের চেষ্টা করেছে গেরুয়াশিবির | এই বিষয়ে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, বিধায়ক পদই থাকবে না তো কিসের পিএসি চেয়ারম্যান | তারপর সম্প্রতি দ্বিতীয় দফার শুনানিও হয়েছে বিধানসভায় | বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি পরিষদীয় দল |এই বিষয়ে বিরোধী দলনেতা জানিয়েও দিয়েছেন, ‘রাজ্যসভায় ওপেন ব্যালটে ভোট দিলে অন্য রাজ্যে অভিযোগ করতে হয় না | পরের দিনই বিধায়ক পদ বাতিল হয়ে যায় | এই রাজ্যে গত ১০ বছরে একটাও দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি | নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শুনানির নিষ্পত্তি হয় তাই আদালতের হস্তক্ষেপ চাইছি |’ মুকুল রায় খাতায়-কলমে এখনও বিজেপি বিধায়ক | তাঁকে পিএসি’র চেয়ারম্যান নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার| বিরোধীদের আপত্তিকে আমল দেননি তিনি | বিধানসভার সমস্ত কমিটি থেকে গণইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা| তারপরই পিএসি বিতর্কে হাইকোর্টের জনস্বার্থ মামলাও দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় | এবার স্পিকারের হলফনামা তলব করলেন বিচারপতি | মুকুল রায়কে কীভাবে পিএসি-র চেয়ারম্যান করা হল? বিধানসভার স্পিকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট | ১২ অগাস্টের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত |