দেবরীনা সাহা, কলকাতা :- রাজ্যজুড়ে মহিলাদের উপর নির্যাতন এবং বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার আইন অমান্য কর্মসূচি মহিলা মোর্চার | হুগলীর শ্রীরামপুর ও চুঁচুড়ার মহিলা মোর্চার সদস্যরা ডেপুটেশন দেন মহকুমা শাসককে | পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে মহিলা মোর্চা |
এদিন কলকাতার সিমলা স্ট্রিটে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন রাজ্য বিজেপি-র কয়েকশো মহিলা সদস্য | কিন্তু কোভিডবিধি মেনে কোনও জমায়েত করতে দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ | কিন্তু পুলিশের মানা অমান্য করেই কর্মসূচি করতে যায় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা | এরপরই কলকাতার সিমলা স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের | ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, ছিল প্রচুর মহিলা পুলিশ |পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছে যান ডিসি সাউথ মুরলীধর শর্মা| নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার ‘আইন অমান্য’ কর্মসূচি ঘিরে উত্তাল গোটা রাজ্য | ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায় | ভবানীভবনের সামনে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে কর্মসূচিতে ব্যাপক অশান্তি, পুলিশি ধরপাকড় | দু’পক্ষের বাদানুবাদের পর অবশেষে অগ্নিমিত্রা পলকে গ্রেফতার করা হয়েছে | গ্রেফতার হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পল | ঘটনাস্থলে হাজির ডিসি সাউথ মুরলীধর শর্মার সঙ্গেও অগ্নিমিত্রা পলের বাদানুবাদ হয় | এদিন অগ্নিমিত্রা পল বলেন, ”আমরা বিজেপি করি বলে প্রতিবাদ করলেই এভাবে গ্রেপ্তার হতে হবে? ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুকে বামফ্রন্ট সরকারও রাজনৈতিক হাতিয়ার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন | এ রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে | কারণ, তাঁরা বিরোধী রাজনীতি করছে বলে | মুখ্যমন্ত্রী কী বলবেন এসব নিয়ে?
এদিন শ্রীরামপুরেও সাংগঠনিক মহিলা মোর্চার বিক্ষোভ হয় | শ্রীরামপুরে পুলিশের সাথে তর্ক-বিতর্ক হয় বিক্ষোভকারীদের |