দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস নামতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে | অফিসে টাইমে লাইনের পাশে এই ধস দেখা দেয় | তাতে থমকে যায় মেট্রো | প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ধস থাকায় ধীর গতিতে চলাচল করছে মেট্রো | ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ অংশ ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে| সেই জায়গাটি বেঁধে পর্যন্ত রাখা হয়েছে |ক্ষতি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর সেতুর পিলারও | সেখানে চলছে ধস মেরামতের কাজ | প্রসঙ্গত, করোনার জেরে লোকাল ট্রেন বন্ধ থাকায় অফিসযাত্রীদের অন্যতম ভরসা হল মেট্রো | সেই কারণে শুক্রবার আরও ৮টি মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ | কিন্তু এদিন সকালেই বিপত্তি দেখা দিল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া লাইনে | প্রত্যক্ষদর্শীর মতে, এই ধসের ফলে সিসিআর ব্রিজের ক্ষতি হয়েছে | বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ব্রিজের পিলারেও ফাটল ধরেছে | ঘিরে রাখা হয়েছে ওই পিলারগুলি ক্ষতিগ্রস্থ অংশ ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে|
খবর পাওয়া মাত্রই কাজে নেমে পড়েছেন মেট্রো রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা | বোল্ডার ফেলে সেই ধস মেরামতের চেষ্টা চালানো হচ্ছে | অফিস সময়ে হঠাৎই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা কারণ মেট্রো চলছে ধীর গতিতে | জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর গতি মাত্র ঘণ্টায় ১০ কিলোমিটার রাখা হয়েছে | তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, মেট্রো চলাচলে কোনও অসুবিধে হচ্ছে না | এ প্রসঙ্গে জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান, যুদ্ধকালীন তৎপরতায় ধস মেরামতির কাজ চলছে | বালির বস্তা এবং বোল্ডারকে ধস মেরামতিতে কাজে লাগানো হচ্ছে | কদিন আগে বিজ্ঞপ্তি জারি মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ১৩ অগস্ট থেকে চলবে আরও চলবে ৮ অতিরিক্ত মেট্রো | অফিসটাইমে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকে | তাই তখন দুটি মেট্রোর মধ্যে সময়ে ব্যবধান ৭ মিনিট থেকে কমিয়ে করা হল ৫ মিনিট |